Introduction to Blogging

ব্লগিং সম্পর্কে জানার আগে আমাদের এ সম্পর্কিত তিনটি বিষয় জানতে হবে । Blog, Blogger এবং Blogging । এ বিষয় তিনটি আমাদের সামনে বার বার আসতে থাকবে । আমি বিষয় তিনটি খুবই সাদামাটা ভাবে উপস্থাপন করেছি । অনুরোধ করব আপনারা এ বিষয় তিনটি এখানে যে ভাবে লিখিছি ঠিক সে ভাবে মনে ধারণ করে নিবেন । এরপর এ সম্পর্কে হাজারও সজ্ঞা পাবেন আর সেখানে দেখবেন মূল বিষয় আমরা এখানে যা শিখেছি তাই । 

Blog (ব্লগ):

যে ওয়েব পেইজ বা ওয়েব সাইটে কোনো লেখক একা বা দলবদ্ধ হয়ে লেখার কাজ সম্পাদন করে, সে ওয়েব পেইজ বা ওয়েব সাইটকে ব্লগ বলা হয়।

Blogger (ব্লগার):

যে ব্যক্তি ব্লগ লেখে তাকে ব্লগার বলা হয়।

Blogging (ব্লগিং):

একজন ব্লগার ব্লগ সাইট-এ যে লেখার কার্যটি সম্পাদন করে, এই কাজটিকে ব্লগিং বলা হয়।

How to start? (কি ভাবে আরম্ভ করব ?)

সব চেয়ে কঠিন কাজ হচ্ছে কোনো কিছু শুরূ করা । এর পরে দেখা যায় এটাকে চালিয়ে নেওয়া আরোও কঠিন কাজ । এবং ভালো ভাবে শেষ করাটা তার চেয়েও কঠিন । তবে আমি কথা দিতে পারছিনা, যে আশা এবং উদ্দেশ্য নিয়ে এই ব্লগিং সম্পর্কে লিখছি তা শেষ করতে পারব কিনা । কেননা, দিনের অধিকাংশ সময় কেটে যায় অর্থ উপার্জনে । এরপর খুব অল্প সময়ই বাচে । লেখা পড়া করতে হয় এরই মধ্যে ।

ব্লগ লেখার জন্য অসংখ ওয়েব সাইট রয়েছে । যেমন Wordpress, Blog, Blogger, Tumblr, Medium, Svbtle, Quora, Postach.io, Google+, Squarespace, Typepad, Posthaven, LinkedIn, ইত্যাদি. এসব ছাড়াও Microsoft, IBM, Intel, NASA সহ আরোও অনেক নামী দামী সাইটে ব্লগ লেখার জন্য জায়গা বরাদ্দ রেখেছে । 

 



1 comment:

  1. ব্লগিং উপর আপনার লেখা টি সবার জন্যেই সহায়ক হিসেবে কাজ করবে, তবে ব্লগ লেখা এবং পোস্ট করার ব্যপারে আপনার আরো বিস্তারিত লেখা প্রত্যাশা করছি।

    ReplyDelete